অত্র আটরা গিলাতলা ইউনিয়নে ভৈরব নদী অবস্খিত। একটি মাত্র নদী হলেও ইহা এখানকার জনসাধারনে অনেক উপকারে আসে, নদীতে জেলে সম্প্রদায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে। নদীতে পাল তুলে নৌকা চলে এবং যোগাযোগের জন্য লঞ্চ, স্টিমার ও কার্গো জাহাজ চলাচল করে। ইহা ছাড়া অনেকগুলো খাল ইউনিযনের বিভিন্ন গ্রামে আছে যা এলাকার জনাসাধারনের নানাভাবে উপকারে আসে। খালে মানুষ মাছ ধরে, এখান থেকে পানি নিষ্কাশন হয় এবং জমিতে সেচ দেয়। এবং ফসল আনা নেয়া করতে ইহা অনেক কাজে আসে। যে সকল খাল সমূহ অত্র ইউনিয়নে আছে:-
১) নোনা খোলা খাল ।
২) বালিয়া খাল।
৩) সয়ালের খাল।
তথ্য আপডেটকারী কর্মকর্তাঃ সুরাইয়া পারভীন, ইউপি সচিব ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS