Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Budget

 

এতদ্বারা প্রত্যয়ন করা যাইতেছে যে২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট প্রনয়নের জন্য ২১/০৫/১৬ খ্রিঃ তারিখের নোটিশ দ্বারা ২৭/০৫/১৫ খ্রিঃ রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময়  উম্মুক্ত বাজেট সভা আহবান করা হয় । খসড়া বাজেটের কপি সকল ইউপি সদষ্য সদস্যাগনের নিকট প্রেরন করা হয়  । উম্মুক্ত বাজেট সভায় বাজেটের প্রতিটা আয়----- ব্যয়  ও বার্ষিক পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচণা করা হয় । প্রস্তাবিত সুপারিশ সমুহ সন্নিবেশিত করে ১৯/০৫/১৬ তারিখের সাধারন সভায় সর্বসম্মতিক্রমে অত্র আটরাগিলাতলা ইউনিয়ন পরিষদের ২০১৬-২০১৭ অর্থ বছরের ৩,৯৫,২৪,৫০০/ টাকার বাজেট বার্ষিক ও বার্ষিক পরিকল্পণা চুড়ান্তভাবে অনুমোদন করা হয় ।

 

 

একনজরে আয়=৩,৯৫,২৪,৫০০ টাকা ।

একনজরে ব্যয়=৩,৯৫,২৪,৫০০ টাকা ।

 

   

 

 

 

 

 

 

 

আটরাগিলাতলা ইউনিয়নে প্রতি বছর নিদিষ্ট সময়ে সকলের সামনে বাজেট পেশ করেন। যা ওয়ার্ড সভার মাধ্যমে বিভিন্নএলাকার চাহিদা অনুযায়ী তৈরি করা হয়।

বিস্তারিত জানতে নিচের PDF  ফইলটি  ক্লিক করুন।